ভর্তি হওয়ার পদ্ধতি
আমাদের কোর্সে ভর্তি হতে গেলে নিচের ধাপ গুলি ফলো করতে হবে
- পেজে দেওয়া QR Code স্ক্যান করে অথবা UPI ID ব্যবহার করে
আপনার কোর্স ফি ট্রান্সফার করুন। - পেমেন্ট করার পর নিচে থাকা “Enrol Now” বাটনে ক্লিক করুন।
- ওপেন হওয়া ফর্মে আপনার ব্যক্তিগত তথ্য সঠিকভাব লিখুন ও পেমেন্টের স্ক্রিনশট অ্যাটাচ করে ফর্ম সাবমিট করুন।
- ফর্ম সাবমিটের পর একটি নতুন পেজ ওপেন হবে
সেখানে থাকা WhatsApp বাটন-এ ক্লিক করুন।
এতে আপনার তথ্য আমাদের কাছে ডাইরেক্ট WhatsApp-এ চলে আসবে। - আমাদের অ্যাডমিন টিম পেমেন্ট চেক করবে এবং
৩০ মিনিটের মধ্যে আপনার ভর্তি কনফার্ম করে দেবে।