Terms & Conditions

Last updated on: 15th April 2025

১. ভর্তি ও পেমেন্ট

  • সকল কোর্সের ফি অবশ্যই ক্লাস শুরু হওয়ার পূর্বে সম্পূর্ণভাবে অথবা নির্ধারিত কিস্তিতে প্রদান করতে হবে।

  • একবার ভর্তি হয়ে গেলে ফি ফেরতযোগ্য নয় (যদি না আলাদা চুক্তিতে অন্য কিছু উল্লেখ থাকে)।

২. কোর্স অ্যাক্সেস ও কনটেন্ট ব্যবহার

  • আমাদের কোর্সের সকল কনটেন্ট শুধুমাত্র ব্যক্তিগত শেখার জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

  • কোনো কনটেন্ট অননুমোদিতভাবে কপি, শেয়ার, বা পুনঃবিক্রয় করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

৩. আচরণবিধি

  • শিক্ষার্থীদের প্রত্যাশিত আচরণ মান্য করতে হবে লাইভ ক্লাস ও ইন্টারঅ্যাকশন চলাকালীন।

  • অশোভন আচরণে কোর্স বাতিল হতে পারে, এবং সেই ক্ষেত্রে কোনো টাকা ফেরত দেওয়া হবে না।

৪. কোর্সের পরিবর্তন

  • কোর্সের বিষয়বস্তু, সময়সূচি অথবা প্রশিক্ষক প্রয়োজনে পরিবর্তন হতে পারে। তবে আমরা পূর্বে জানিয়ে দেব।

৫. দায় সীমাবদ্ধতা

  • এই ওয়েবসাইট বা আমাদের কোর্স ব্যবহারে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতির জন্য Skill Achievers Academy দায়ী নয়।

৬. প্রযোজ্য আইন

  • এই শর্তাবলী ভারতের আইন অনুযায়ী পরিচালিত ও প্রয়োগযোগ্য হবে।

কোনো প্রশ্ন বা সহযোগিতা দরকার হলে যোগাযোগ করুন: