Terms & Conditions
Last updated on: 15th April 2025
১. ভর্তি ও পেমেন্ট
সকল কোর্সের ফি অবশ্যই ক্লাস শুরু হওয়ার পূর্বে সম্পূর্ণভাবে অথবা নির্ধারিত কিস্তিতে প্রদান করতে হবে।
একবার ভর্তি হয়ে গেলে ফি ফেরতযোগ্য নয় (যদি না আলাদা চুক্তিতে অন্য কিছু উল্লেখ থাকে)।
২. কোর্স অ্যাক্সেস ও কনটেন্ট ব্যবহার
আমাদের কোর্সের সকল কনটেন্ট শুধুমাত্র ব্যক্তিগত শেখার জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
কোনো কনটেন্ট অননুমোদিতভাবে কপি, শেয়ার, বা পুনঃবিক্রয় করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
৩. আচরণবিধি
শিক্ষার্থীদের প্রত্যাশিত আচরণ মান্য করতে হবে লাইভ ক্লাস ও ইন্টারঅ্যাকশন চলাকালীন।
অশোভন আচরণে কোর্স বাতিল হতে পারে, এবং সেই ক্ষেত্রে কোনো টাকা ফেরত দেওয়া হবে না।
৪. কোর্সের পরিবর্তন
কোর্সের বিষয়বস্তু, সময়সূচি অথবা প্রশিক্ষক প্রয়োজনে পরিবর্তন হতে পারে। তবে আমরা পূর্বে জানিয়ে দেব।
৫. দায় সীমাবদ্ধতা
এই ওয়েবসাইট বা আমাদের কোর্স ব্যবহারে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ ক্ষতির জন্য Skill Achievers Academy দায়ী নয়।
৬. প্রযোজ্য আইন
- এই শর্তাবলী ভারতের আইন অনুযায়ী পরিচালিত ও প্রয়োগযোগ্য হবে।